বাগেরহাটে এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২২ পালিত
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ১৮:৪৬ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৪:৪২
“সকলে মিলে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি ” এই শ্লোগানে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনাতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে ওষধ প্রশাসন দপ্তরের আয়োজনে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সিভিল সার্জন অফিস চত্তরে শেষ হয় । র্যালী শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা হাসপাতালের তত্বাবধায় ডা: অসিম কুমার সমাদ্দার, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা: মো: শরিফুল ইসলাম, আর ডিসি জয়দেব চক্রবর্ত্তী, বাগেরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মনিরুদ্দিন আহম্মেদ। আলোচনা সভায় শতাধিক ঔষুধ ব্যাবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন ।
আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা পত্র ছাড়া এন্টিবায়োটিক ঔষুধ ক্রয় - বিক্রয় বন্ধের বিষয়ে আলোচনা করা হয়। ১৮ - ২৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত