বাগেরহাটে অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১ মে ২০২১, ১৬:২৯ |  আপডেট  : ২১ এপ্রিল ২০২৪, ২১:০১

করোনায় কর্মহীণ বাগেরহাটের সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (০১ মে)দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুস সালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, আব্দুস সালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস সালাম, স্থানীয় জিল্লুর রহমানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, পিয়াজ, খেজুর, ছোলা, চিনি, সেমাই, তেল ও আলু রয়েছে।

বাগেরহাট সদর উপজেলার প্রত্যন্ত গ্রামে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আব্দুস সালাম ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে হতদরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য সহায়তাসহ নগদ অর্থ বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত