বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ জুন ২০২১, ১৩:৫৪ |  আপডেট  : ৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৮

আড়াই ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বৈরী আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে দুপুর ১২টা থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সকাল ৯টার দিকে ঝোড়ো বাতাস বইতে থাকলে পদ্মা উত্তাল হয়ে ওঠে। সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হলে দুপুর ১২টার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত