বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সীমিত ফেরি পারাপারে ঢাকামুখী যাত্রীদের ভীড় বাড়ছে

  শফিক স্বপন , মাদারীপুরঃ

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১৬:৪২ |  আপডেট  : ১৩ নভেম্বর ২০২৪, ০১:৪৮

কঠোর লকডাউনের ৩য় দিনে  বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রী চাপ বেড়েছে। তবে ফেরি চলাচল আগের তুলনায় সীমিত করা হয়েছে। ফলে গাদাগাদি করে যাত্রীরা পদ্মা পাড়ি দিচ্ছেন। স্বাস্থ্যবিধি মানার তেমন কোন লক্ নেই।  এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রতের গতিও বৃদ্ধি পেয়ে ফেরি পারাপারে আগের চেয়ে বেশি সময় লাগছে। যাত্রীরা কয়েকগুন ভাড়া গুনে দুই ও তিন চাক্কার যানবাহনে দক্ষিনাঞ্চলের জেলাগুলো থেকে ঘাটে পৌছাচ্ছেন ও ঘাট থেকে বিভিন্ন গন্তব্যে পৌছাচ্ছেন।

বাংলাবাজার ঘাট সূত্র জানায়, কঠোর লকডাউনের ৩য় দিনে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল সীমিত করে ৮টি ফেরি চলছে। ফেরিগুলোতে ঢাকামুখী যাত্রী চাপ বেশি। ফলে গাদাগাদি করে যাত্রীরা পারাপার হচ্ছেন। মাস্ক ব্যবহারে তেমন সচেতনতা দেখা যায়নি। ঘাটে মোতায়েন রয়েছে আইন শৃক্সখলা বাহিনী। যাত্রীরা কয়েকগুন ভাড়া গুনে বরিশাল,পটুয়াখালী,খুলনা,ফরিদপুর,মাদারীপুরসহ দক্ষিনাঞ্চলের জেলাগুলো থেকে মটরসাইকেল,ঈজিবাইক,থ্রীহুইলারসহ হালকা যানবাহনে চড়ে ঘাটে আসছেন। একইভাবে যাত্রীরা ঘাট থেকে দক্ষিনাঞ্চলের জেলাগুলোতে পৌছাচ্ছেন। নানান অজুহাতে যাত্রীরা ছুটছেন। এদিকে পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে স্রতের গতিও বৃদ্ধি পাওয়ায় ফেরি পারাপারে দ্বিগুন সময় ও অতিরিক্ত জ্বালানী ব্যয় হচ্ছে।

বরিশাল থেকে ঢাকাগামী আল লতিফ মিয়া বলেন, ঈদে বাড়ি এসেছিলাম। এখন ঢাকা যাচ্ছি। বরিশাল থেকে মোটরসাইকেলে ১১ শ টাকা ভাড়া দিয়ে বাংলাবাজার ঘাটে এসেছি। এখন ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছি। জানিনা আরো কত টাকা ভাড়া গুনতে হবে।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার মো: সালাউদ্দিন বলেন, ফেরিতে পন্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্সসহ জরুরী গাড়ি পারাপার করা হচ্ছে। ফেরি  চলছে ৮টি ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত