বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমতির রংপুর বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ১০:০২ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০০:৩৩

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) রংপুর বিভাগীয় সাংগঠনিক সভা ২০২২ গত সোমবার বিকালে স্কাইভিউ রেস্টুরেন্ট এন্ড কমিনিটি সেন্টার নীলফামীতে রংপুর বিভাগী সাংগঠনিক কমিটির সভাপতি আলহাজ্ব আমির আজম চৌধুরী বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফ হোসেন ছোটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি শ্যামল পাল, বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ওয়াহিদুজ্জামান সরকার জামাল, বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক কাজী জহুরুল ইসলাম বুলবুল, বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক আমিরুল ইসলাম, বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক একেএম রেজাউল করিম, ব্যবস্থাপনা পরিচালক লেকচার পাবলিকেশন্স লিঃ মাহমুদুল হাসান, সিইও এবং পরিচালক পাঞ্জেরী পাবলিকেশন্স লিঃ মুহাম্মদ সাজেদুল ইসলাম, সিইও কাজল ব্রাদার্স লিঃ রিয়াজ রহমান। বক্তব্য রাখেন রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার নেতৃবৃন্দ। সভায় সংগঠনের বিভিন্ন বিষয় সহ নীতিমালা বাস্তবায়নের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত