বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র একতরফা সিদ্ধান্ত নিতে পারবে না: কাদের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৩, ১৪:০৩ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৬

বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র চাইলেই একতরফা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে সরকারি দলের মুখপাত্র ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্র চাইলেও একতরফা সিদ্ধান্ত দিতে পারবে না। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে বন্ধুরা আছে তারা কিন্তু বাংলাদেশের ব্যাপারে একতরফা কোনো সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে একমত না।’

জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে জানাতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যেসব রাজনৈতিক দল আছে তাদের সাথে আমাদের সহযোগিতা, সম্পর্ক আরও জোরদারের তাগিদ অনুভব করছি। যে কারণে ১৪ দলের সাথে বৈঠক হয়েছে। জাতীয় পার্টির সাথে বসেছি। মূল বিষয় ছিল নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য ঐক্যবদ্ধভাবে গুপ্ত হামলা, গুপ্তহত্যা প্রতিহত করব ভোটারদের নিয়ে।’ জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে আসন বণ্টন প্রসঙ্গ আসেনি বলেও দাবি করেন তিনি। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনমুখী অংশগ্রহণকারী দল, এদের মধ্যে সমন্বয় থাকা দরকার, ঐক্য থাকা দরকার। নির্বাচনকে পিসফুল, ফ্রি ফেয়ার করার অঙ্গীকার আমাদের রয়েছে। এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই। আমরা রাজনীতি করি, রাজনৈতিক আলোচনায় আমাদের হয়েছে।’

বুধবার রাতে সিরাজগঞ্জে মুরগির বাচ্চা বহনকারী একটি কাভার্ডভ্যান পোড়ানো হয়েছে। এতে কয়েক হাজার মুরগির বাচ্চা পুড়ে গেছে। সেই ঘটনা উল্লেখ করে এর জন্য বিএনপিকে দায়ী করে কাদের বলেন, ‘এখন মুরগির বাচ্চাও তাদের শত্রু। মুরগির বাচ্চাও তাদের টার্গেট। নাশকতা, গুপ্ত হামলার আজকের যে ভয়াবহ চিত্র, সেটা নতুন নতুন রেকর্ড স্থাপন করছে তারা।’

ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল পর্যন্ত পায় ৬০০ যানবাহন পোড়ানো হয়েছে। দশটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিএনপির আন্দোলন-অগ্নিসন্ত্রাসে পুলিশ বাহিনী সদস্য, পরিবহন শ্রমিক, রাজনৈতিক কর্মীসহ কয়েকজন মারা যাওয়ার পাশাপাশি ২৫০ জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে।’

বিএনপি নির্বাচন বানচালের জন্য মরিয়া হয়ে উঠছে মন্তব্য করে কাদের বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে ততই তারা আরও মরিয়া হয়ে উঠবে। তবে কোনোভাবেই নির্বাচন বানচাল করতে পারবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত