বাংলাদেশের পথে যুক্তরাষ্ট্রের কোভিড প্রতিরোধ সামগ্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ জুন ২০২১, ২০:৩৪ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৫২

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে বাংলাদেশকে মেডিক্যাল সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডির মাধ্যমে কোভিড মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। খুব দ্রুত এসব সামগ্রী বাংলাদেশে পৌঁছাবে।  

শনিবার (৫ জুন) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ট্রাভিস বিমান বাহিনী ঘাঁটিতে বাংলাদেশে পাঠানোর জন্য বোঝাই হওয়া কোভিড মহামারিতে জীবনরক্ষাকারী জরুরি সামগ্রী প্রত্যক্ষ করেছেন।  

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ ডিফেন্স লয়েড অস্টিন বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টিকে আমি অতি মূল্যবান বলে মনে করি এবং আমার বিশ্বাস, এই সহায়তা আমাদের মজবুত ও ক্রমবিকাশমান বন্ধনের দৃষ্টান্ত। বাংলাদেশের জনগণকে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বিমান বাহিনী ও ট্রাভিস বিমান বাহিনী ঘাঁটিকে তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত