বলিউডের পুরুষতান্ত্রিকতার দিকে প্রশ্ন তুললেন সোহা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৬ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০২:৪৪

ফাইল ছবি

‘হিন্দি ছবির দুনিয়ায় নায়কদের তুলনায় নায়িকাদের ক্যারিয়ার অনেকটাই ছোট। ৫০ পার হয়ে যাওয়ার পরও নায়ক নায়কই থাকেন। কিন্তু ৪০ পেরিয়ে গেলেই নায়িকাদের কপালে জোটে মা বা ভাবির চরিত্র। ওটিটি না থাকলে আমাকে এই বয়সে মা বা ভাবির চরিত্রে অভিনয় করতে হতো’, এক নিশ্বাসে কথাগুলো বলে গেলেন ৪৩ বছর বয়সী অভিনেত্রী সোহা আলী খান।

গত মঙ্গলবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে মুক্তি পেল অ্যামাজন প্রাইম ভিডিওর রহস্য রোমাঞ্চধর্মী ওয়েব সিরিজ ‘হাস হাস’ ট্রেলার। তনুজা চন্দ্রা পরিচালিত এই সিরিজে আছেন জুহি চাওলা, আয়েশা জুলকা, সোহা আলী খান, কৃতিকা কামরা, কারিশমা তান্না, সাহানা গোস্বামীসহ অনেকেই। নব্বইয়ের দশক ও এই প্রজন্মের একঝাঁক নায়িকাকে এই সিরিজে যুক্ত করেছেন তনুজা চন্দ্রা। 

এ দিনের সংবাদ সম্মেলনে সোহা কথা আঙুল তোলেন বলিউডের পুরুষতান্ত্রিকতার দিকে, ‘দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে পুরুষপ্রধান ছবি হয়ে আসছে। পুরুষের তুলনায় নারীপ্রধান ছবির সংখ্যা হাতে গোনা। কিন্তু ওটিটিতে নিত্যনতুন বিষয় অন্বেষণ করা হচ্ছে। এখন মেয়েদের কথা মাথায় রেখে কাহিনি লেখা হচ্ছে। সময়টা সবার জন্যই দারুণ। আমি নিজে সময়টা দারুণভাবে উপভোগ করছি।’

‘হাস হাস’ সিরিজে সোহাকে দেখা যাবে সাংবাদিক সায়বার চরিত্রে। নিজের চরিত্রটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি, ‘আমার স্বপ্ন ছিল, সাংবাদিক হব। কিন্তু কোনো কারণবশত তা পূরণ হয়নি। বাস্তব জীবনে না হওয়া সেই স্বপ্ন আমি এই সিরিজের মাধ্যমে পূরণ করছি।’

এই দিনের সংবাদ সম্মেলন যেন ছিল নব্বইয়ের অভিনেত্রীর মেলা। উপস্থিত ছিলেন সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা জুলকা। যাঁকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল অনিল শর্মার ‘জিনিয়াস’ ছবিতে। ওটিটির দুনিয়ায় এই প্রথম পা রাখতে চলেছেন আয়েশা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটিটির শুরু থেকে এ পর্যন্ত সব ছবি সিরিজ ও সিনেমা দেখেছি। ইচ্ছা ছিল এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার। সেই সুযোগ পেয়ে আমি অত্যন্ত রোমাঞ্চিত। এটা এমন এক প্ল্যাটফর্ম, যেখানে সবার জন্যই কাজ আছে।’ 

ওটিটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আয়েশা বলেন, ‘ওটিটিতে খুব পরিকল্পনামাফিক সব কাজ হয়। আমাদের সময় সিনেমার ক্ষেত্রে তা হতো না।’ ‘হস হস’ ২২ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত