বনার্ঢ্য আয়োজনে নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার প্রতিষ্ঠাবাষিকী পালিত 

  মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জ

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২, ১০:৩৭ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২১:০৮

বনর্ঢ্য আয়োজনে  নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার উদ্যােগে  অর্জনের উনত্রিশ পথচলা ত্রিশ বছরে পর্দাপন। উনত্রিশ বছরে শুধু  সড়কের মরক থেকে মানুষ কে রক্ষা করার জন্য সচেতন করা সহ বিভিন্ন  সমাজিক কর্মকাণ্ডও করা হয়।

গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জে একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ  আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরু‌তে পবিত্র কোরয়ান তে‌লোয়াত ও জাতীয় সঙ্গীতের মধ‌্যে দি‌য়ে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ জেলা  অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ  আবিদুর ইসলাম , (ক্রাইম এন্ড অবস) প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান । 

নিসচা কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সাইফুর রহমান এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআই মুন্সীগঞ্জ শহর  শাহ আলম মৃধা , মুন্সীগঞ্জ সদর থানার পু‌লিশ প‌রিদর্শক ( তদন্ত) আনছার উজ্জামান ,মুন্সীগঞ্জ সদর থানার  এ,এস আই ছা‌ব্বিত খাঁন ।

 আরো উপস্থিত ছিলেন নিসচা'র  সহ - সভাপতি আলমগীর মিয়া,  সহ সাধারন সম্পাদক মাসুম হোসেন অপু, সংগঠনিক সম্পাদক সেতু দেওয়ান ও কার্যকরী  সদস্য বৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত