বছরের প্রথম খারাপ সংবাদ, ফারিয়া বলেন এটা আমার জন্য ‘স্যাড’ নিউজ
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ১১:২২ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২০:২৪
করোনার কারণে প্রায় এক বছরেরও বেশি সময় শিল্পীরা ছিলেন ঘরবন্দি। থমকে ছিল শোবিজপাড়াও। গেল কিছুদিন থেকে সবকিছু আবার স্বাভাবিক হওয়া পথে এগুচ্ছিল। আর শিল্পীরাও নেমেছিল কাজে। তবে করোনার নতুন ধরন ওমিক্রন আবারও সবাইকে ভাবিয়ে তুলেছে।
করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ভাইরাসটির কারণে বাতিল হয়ে গেছে তার চার-চারটি ইন্টান্যাশন্যাল শো। অনুষ্ঠানগুলোতে তার গান গাওয়া ও উপস্থিত হওয়ার কথা ছিল।
জানা গেছে, আগামী ২১ জানুয়ারি থেকে টানা চারদিন ভারতের চারটি এলাকায় শোয়ে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি এ নায়িকা ও গায়িকার। কিন্তু ওমিক্রনের প্রকোপে এগুলো সবই বাতিল করেছে আয়োজকরা। ভেন্যুগুলো হলো- পশ্চিমবঙ্গের মন্দারমনি, কলকাতা, নন্দীগ্রাম ও বোলপুর।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে উৎসব হওয়ার কথা ছিল। সেখানেই আগামী শুক্র, শনি, রবি ও সোমবার আমার পারফর্ম করার কথা ছিল। কিন্তু ওদের ওখানে বিধিনিষেধ দিয়ে দিয়েছে, এখন উৎসব করা যাবে না। এমনকি শুটিংয়েও রেসট্র্রিকশন এসেছে। তাই আয়োজকরা সব শো বাতিল করেছে। বলা যায় নতুন বছরে এটা আমার জন্য স্যাড নিউজ।’
তিনি জানান, আপাতত বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করছেন। আগামী কয়েকদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। এছাড়া আগামী দুই বছরের জন্য ক্লিয়ার ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। কাজ করবেন তাদের সঙ্গেও।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত