বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৫ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:০১
একটি লঘুচাপের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি হয়েছে বাগেরহাটের মোংলায়। তবে আকাশ কখনও মেঘাচ্ছন্ন কখনও রৌদ্রোজ্জ্বল থাকছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, রবিবার বিকালে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি পর্যবেক্ষণ করা হচ্ছে। সেটি বাংলাদেশ থেকে অনেক দূরে আর ভারতের কাছাকাছি অবস্থান করছে। তবে এর ফলে সোমবারসহ আগামী দুই তিন দিন মোংলাসহ সংলগ্ন সাগর-সুন্দরবন উপকূলীয় এলাকায় মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, এই মুহূর্তে সতর্কতা সংকেত জারির তেমন কোনও সম্ভাবনা নেই। কারণ এমন লঘুচাপ সাগরে অহরহ সৃষ্টি হয়ে থাকে, যা এমনিতে আবার নিষ্ক্রিয় হয়ে পড়ে। কোনও কোনটি নিম্নচাপে রূপ নিয়ে থাকে। তবে বাংলাদেশ অংশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত