বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিএনপি নিষিদ্ধ করেছিল: ওবায়দুল কাদের
প্রকাশ: ৭ মার্চ ২০২৩, ১৩:১২ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:১৭
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিএনপি সরকার নিষিদ্ধ করেছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই দিনটি তথা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিএনপির ন্যূনতম বিশ্বাস আছে বা চেতনা ধারণ করে, তা আমরা বিশ্বাস করি না।’
মঙ্গলবার (৭ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্র একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। গণতন্ত্র রাতারাতি প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আমাদের চেষ্টা আছে, গণতন্ত্র ক্রমান্বয়ে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। যেটুকু আছে, সেটা শেখ হাসিনার নেতৃত্বে আছে।’
বিএনপিকে তাদের আমলে গণতন্ত্র চর্চা কীভাবে করেছে, সেটি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এই দলের নিজেদের ঘরে গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত করবে?’
একাত্তরের ৭ মার্চ ইতিহাসের বাঁক বদলের ঐতিহাসিক মাইলফলক মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার ডাক। স্বাধীনতার ঘোষণার এক মাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর। কারণ, তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি। তৎকালীন পূর্ববাংলায় ১৬৯ আসনের মধ্যে ১৬৭ আসন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পেয়েছিল। ঘোষক বলে যারা স্বঘোষিত ঘোষক, অনেকেই ছিলেন ঘোষণার পাঠক। পাঠক আর ঘোষক এক কথা না।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত