বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন সিরাজদিখান উপজেলা আ’লীগের নবনির্বাচিত কমিটি
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১০:২৩ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০২:৩৫
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত নেতারা জাতির জনকের মাজার জিয়ারত করেছেন। সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিকের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর মাজারে পুস্পস্থাবক অর্পণ ও মাজার জিয়ারত করেন নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতির জনক শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্থাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত করে গভীর শ্রদ্ধা জানান। ।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আওলাদ হোসেন মৃধা, ইকবাল হোসেন সুরুজ, এডভোকেট এলিজা রাহী, সহ-সাধারন সম্পাদক আসলাম খান, দপ্তর সম্পাদক ঢালী শহিদুল ইসলাম, হাজী আব্দুল করিম, এস এম আমজাদ হোসাইন, এ্যাডভোকেট আবুল কাশেম, আবুল খায়ের মাঝি, সুবীর চক্রবর্তী, মির্জা হায়দার নেকবর, মধুসুদন দাস দুলু, দেবব্রত সরকার টুটুল, মোঃ জাকির হোসেন, কা ন গোরাপী, এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, এডভোকেট রাকিবুল ইসলাম রাকিব,এইচ এম সাইফুল ইসলাম ফিরোজসহ ছাত্রলীগ, যুবলীগ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত