বগুড়া-৪ আসনে তানসেন সংসদ সদস্য নির্বাচিত

  নাজমুল হুদা

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৮ |  আপডেট  : ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩০

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাতীয় সংসদ উপনির্বাচনে ১৪ দলীয় জোট প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০হাজার ৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে ১৯হাজার ৫৬৮ ভোট পেয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনী এলাকার মোট ১১২টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এবারের নির্বাচনে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি ছিলো কম। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি ছিলো। যে কারণে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত