বগুড়া ব্রেড বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির আলোচনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২১, ১৯:২৫ |  আপডেট  : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২

বগুড়া ব্রেড বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় সংগঠনের কার্যালয়ে বগুড়া ব্রেড বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির সভাপতি হাসান আলী আলালের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। সভা থেকে তৈল, ডালডা, চিনিসহ বিভিন্ন পণ্যেও দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে ৫ টাকার বন রুটি সহ এর সকল উৎপাদিত পণ্য ৬টাকায় সরবরাহ করার সিদ্ধান্ত গৃহিত হয় কোন মালিক ইহার ব্যপ্তয় ঘটালে মালিক সমিতি তাহার সদস্য পদ বাতিল সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আগামী ৫ জুন থেকে ৬টাকায় সরবারাহ শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

এবং ৩ জুন বৃহস্পতিবার বেকারী মালিকদের টিসিবি মূল্যে তৈল, চিনি, ডালডা সহ বেকারী মালিকদের সরবারাহ করা বগুড়া জেলার প্রায় ৩০০ বেকারী মালিককে ৫০ কোটি টাকার প্রনোদনা বরাদ্দ করে এই শিল্পকে ধ্বংসের হাত থেকে ও ৩লক্ষ শ্রমিক কর্মচারীকে রক্ষার দাবিতে বেলা ১১টায় শহরের সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধন কর্মসূচীতে জেলা ও উপজেলা সহ সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত