বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ 

  বগুড়া প্রতিবেদক:

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ২১:১০ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৩১

বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রদলের সম্মেলনকে কেন্দ্র করে ভূয়া ভোটার তালিকা তৈরীর অনিয়ম ও জালিয়াতিমূলক কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে গাবতলী উপজেলার সদর ইউনিয়নের দাঁড়াইল বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম রিগ্যান অর্থের বিনিময়ে নিজেদের প্রার্থীকে সম্মেলনে পদপদবী দেওয়ার জন্য নতুন করে ভূয়া ভোটার তালিকা তৈরী করেন। 

এতে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সভাপতি প্রার্থী মুহতাছিন বিল্লাহ মুন, সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মোহন, সাবেক সদস্য বিপ্লব মিয়া ও শামীমুর রহমান আল আমিন, গাবতলী সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: আশিক, সদস্য রিয়ন, জাহিদ হাসান, তরিকুল ইসলাম, ইমরান হোসেন ও ইউনিয়ন ছাত্রদল নেতা মিল্টন, রিফাত, মোহন, সেলিম, জিহাদ, রনি, সাব্বির সহ প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত