বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ বস্তা ভিজিএফের চাল জব্দ
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১৭:১২ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৪:১৩
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ বস্তা ভিজিএফের চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা এই অভিযান পরিচালনা করেন। বুধবার সকাল থেকে সান্তাহার পৌরসভায় ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরন চলছিল। দরিদ্র মানুষকে দেয়া চাল সান্তাহার নতুন বাজারের কয়েকটি দোকানে কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা নাগাদ ভ্রাম্যমান আদালত ওই বাজারে অভিযান পরিচালনা করেন ।
এসময় চাল ব্যবসায়ী ইউসুফ আলীর দোকান থেকে নয় বস্তা এবং একই বাজারের অপু মন্ডলের দোকান থেকে পাঁচ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়। তবে দোকান মালিকদের কোন দন্ড দেওয়া হয়নি । ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা বলেন, চাল ব্যবসায়ীরা তাকে বলেছেন না জেনে তারা এসব চাল কিনেছেন। এ কারনে তাদের কোন দন্ড দেয়া হয়নি । জব্দ করা চাল উপজেলায় রাখা হয়েছে ।
উল্লেখ্য,আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌর সভার ৯ হাজার ৬শত ৮৬ জন দুস্থ পরিবারকে ১০ কেজি করে করে ভিজিএফ’র চাল বিতরন করা শুরু করা হয়েছে। গতকাল বুধবার সান্তাহার পৌর সভা,ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ও চাঁপাপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরন করা হয়। এদিকে সান্তাহার পৌর সভায় ভিজিএফ’র চাল বিতরন করা শুরু হলে কয়েকজন দোকানী দুস্থ সুবিধাভোগীদের কাছ থেকে চাল কেনা শুরু করে। এ সংবাদ জানার পর ভ্রাম্যমান আদালত সান্তাহার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪বস্তা চাল জব্দ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত