বগুড়ায় বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৪ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ১০:১৮

 বগুড়ার আদমদীঘিতে ওমর আলী (২০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবককে বার্মিজ চাকু সহ পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবক ওমর আলী নওগাঁর শ্রীধরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। গতকাল দুপুরে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, শনিবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবিরমোড় নামক স্থানে সান্তাহার টাউন পুলিশ রাত্রিকালীন ডিউটি করা কালে মোটরসাইকেল নিয়ে ছাতিয়ানগ্রামের দিকে যাচ্ছিল ওমর আলী । পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলের গতিপথ থামিয়ে ওমর আলীকে জিজ্ঞাসার শুরু করে। এসময় তার আচরন ও কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তার দেহ তল্লাশী করে একটি বার্মিজ চাকু পায়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান,বার্মিজ চাকু সহ গ্রেপ্তারকৃত ওমর আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত