বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার- ১
প্রকাশ: ৯ জুলাই ২০২৩, ১৩:২০ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৩:২০
বগুড়ার আদমদীঘিতে ৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ আকাশ সরকার (২২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। দুপুরে তাকে মাদক আইনে মামলায় বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আকাশ উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকার রাজু সরকারের ছেলে। আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মণ জানান, শুক্রবার রাতে ধৃত আকাশ সরকার উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় একটি বসত বাড়ির ভিতরে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাকে তল্লাশি করে মাদকদ্রব্য ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আকাশ সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত