বগুড়ায় প্রান্তিক মানুষদের আর্থিক-খাদ্য সামগ্রী দিলেন বিশিষ্ট ব্যবসায়ী শোকরানা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ২১:৩৫ |  আপডেট  : ৬ মে ২০২৪, ১৪:০৩

মহামারি করোনা ভাইরাস ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় হোটেল নাজ গার্ডেনের আম বাগানে মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৫১০ জন সাধারণ মানুষদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করেন বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মো: শোকরানা। প্রতিটি খাদ্য সামগ্রী প্যাকেটে ছিল নগদ অর্থ, চাল, ডাল, পিয়াজ, সয়াবিন তেল, চিনি, আলু, লবণ, লাচ্ছা সেমাই ও দুধ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন বড় ভাই গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) শওকাত উল ইসলাম, মেজর (অবসরপ্রাপ্ত) ডালিয়া হোসেন, মিসেস দিলারা কালাম, ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুর রহমান, ছোট বোন ডাঃ মোনোয়ারা বেগম সহ পরিবারের সদস্য বৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত