বগুড়ায় পাতিলে করে গাঁজা বিক্রয়কালে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৬ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ২০:০৮

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার বেলঘড়িয়া সড়কে পাতিলে করে গাঁজা বিক্রয়কালে রেজাউল করিম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত কছিমুদ্দিন মাঝির ছেলে।

থানা পুলিশ জানিয়েছে, রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বেলঘড়িয়া সড়কে মাদক ব্যবসায়ী রেজাউল করিম পাতিলে করে গাঁজা বিক্রয় করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাঁজা বিক্রয়কালে তাকে গ্রেপ্তার করে। সেসময় তার একটি সিলভারের পাতিল তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশ। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত