বগুড়ায় নিষিদ্ধ পিরানহা মাছ অবাধে বিক্রি, একজনের জরিমানা
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১১:৫৯ | আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ২৩:০১
বগুড়ার আদমীঘি ও সান্তাহার মাছের আড়ৎ ও হাটবাজারে নিষিদ্ধ পিরানহা ও বিদেশী মাগুর মাছ অবাধে বেচাকেনা চলছে। স্থানীয়দের অভিযোগ মাছ বাজার গুলোতে দুর্বল মনিটরিংয়ের কারনে অবাধে নিষিদ্ধ পিরানহা রুপচাঁদা নামে ও বিদেশী মাগুর মাছ বেচাকেনা হয়ে থাকে।
গতকাল সোমবার বেলা ১০টায় আদমদীঘি সদর মাছ বাজারে বিক্রি কালে পিরানহা মাছ জব্দ ও বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল উপস্থিত ছিলেন।
আদমদীঘি সদর, সান্তাহার মাছের আড়ৎ, মুরইল, নসরতপুর, চাঁপাপুর, ছাতিয়ানগ্রাম, কুন্দগ্রামসহ কয়েকটি হাটবাজারে দেখা গেছে, উৎপাদন বিক্রি ও বহন নিষিদ্ধ রাক্ষুশি পিরানহা ও বিদেশী মাগুর মাছ অবাধে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষ রুপচাঁদা মাছ মনে করে বিষাক্ত এসব মাছ অবলীলায় কিনে খাচ্ছেন। ফলে তারা অজান্তেই চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন। গতকাল সোমবার সকাল থেকেই আদমদীঘি সদর মাছ বাজারে পিরানহা মাছ বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে বেলা ১০টায় নির্বাহি ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল ওই বাজারে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী স্বপন কুমার মন্ডলকে বিক্রির সময় বেশ কিছু সংখ্যক পিরানহা মাছসহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করে মাছ গুলো জব্দ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত