পশ্চিমবঙ্গের নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১৭:৪৫ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ১৫:১৬

পশ্চিমবঙ্গের নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র আর নেই। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরে বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মনোজ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার হৃদ্‌যন্ত্র ঠিকমতো কাজ করছে না। রক্তচাপও ছিল না নিয়ন্ত্রণে। সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যহীনতাও দেখা দিয়েছিল। চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন মনোজ।

অভিনেতা মনোজ মিত্রের জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর। বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধূলিহার গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

ওই গ্রামেই তার শৈশব কেটেছে। ১৯৫০ সালে ১২ বছর বয়সে তিনি চলে যান কলকাতায়। বাবা অশোক কুমার মিত্র স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ঢাকায় ভারতের দূতাবাসে চাকরি করতেন।

মঞ্চ দিয়ে পথচলা শুরু মনোজের। ১৯৭২ সালে ‘চাকভাঙা মধু’ নাটকের মধ্য দিয়ে তিনি পর্দার সামনে আসেন। ওই নাটকের নির্দেশনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবতী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত