মুন্সীগঞ্জে ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে হলফনামা দাখিল, স্বাস্থ্য সহকারীসহ ৩ জনের অর্থদন্ড
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:১০ | আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০১:৪৮
মুন্সীগঞ্জে ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে জন্ম সনদ সংশোধনের জন্য হলফনামা দাখিল করায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য সহকারীসহ ৩ জনকে ১১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশসহ বিভাগীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ৩ টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।
এর মধ্যে আদালতে হলফ করতে আসা ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছাকে ৩ হাজার করে ৬ হাজার টাকা অর্থদন্ড করলে তার ওই দ্বন্ডের টাকা আদালতে দাখিল করেছেন। ইসরাত জাহান উপজেলার গুয়াগাছিয়া গ্রামের দ্বীন ইসলামের মেয়ে ও মেহেরুন নেছা দ্বীন ইসলামের স্ত্রী। এছাড়া গজারিয়া উপজেলা স্বাস্থ্য সহকারীকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়ার পর তিনি আদালতে না থাকায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানাগেছে, ইসরাত জাহান তার জন্ম সনদে জন্ম তারিখ ভ’ল আছে উল্লেখ করে ওই জন্ম সনদ সংশোধনের জন্য তার অষ্টম শ্রেনীর পাশের প্রশংসাপত্র, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতৃক প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন ও টিকাকার্ড সহ আদালতে সংশোধনের হলফনামা দাখিল করেন। এ সময় বিচারক তার অন্যান্য কাগজপত্র সঠিক পেলেও টিকাকার্ডের মুল কপি পর্যালোচনা করে দেখতে পায় ইসরাত জাহানের টিকাকার্ডে গত ২০০৬ সনের ২৫ অক্টোবর প্রথম টিকা নেওয়ার তারিখ উল্লেখ থাকলেও টিকা কার্ডের ফরমটি ২০২৩ সালে পুন:মুদ্রন।
এতে দাখিলকরা টিকাকার্ডটি ভুয়া বলে প্রমানিত হয়। এছাড়াও ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছার বিচারকের নেয়া জবানবন্দিতে টিকাকার্ডটি ভুয়া বলে স্বীকার করে। এছাড়াও তারা এই টিকাকার্ডটি স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলমকে দিয়ে বানিয়েছেন বলে জানান।
আদালতে ভুয়া টিকাকার্ড দাখিল করে হলফনামা দাখিল করায় আদালত তাদের দোষী সাব্যস্ত করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও হলফনামা দাখিলকারী ইসরাত জাহানকে ৩ হাজার টাকা অর্থদন্ড ও ইসরাতের মা মেহেরুন নেছাকে ৩ হাজার টাকা অর্থদন্ড সহ প্রত্যেককে অনাদায়ে দুই দিনের করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ সময় আদালতে ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছা ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা দাখিল করেন।
বিষয়টি নিশ্চত করে ওই আদালতের বেঞ্চ সহকারী সুমন ভুইয়া জানান, ভুয়া টিকাকার্ড দিয়ে হলফনামা দাখিল করায় হলফকারী ইসরাত জাহান ও তার মা মেহেনুন নেছাকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানার আদেশ হওয়ার পর তারা সেচ্ছায় আদালতে জরিমানার টাকা দাখিল করেছে। তবে গজারিয়া স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ সহ বিভাগীয় আইনী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন বিচারক।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত