বগুড়ায় ইজারা দরপত্র চুরির অভিযোগে মাঝিড়া ইউপি চেয়ারম্যান বহিস্কার

  সজিবুল আলম সজিব

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১৯:৫৯ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৪

বগুড়ার শাজাহানপুরে হাট বাজারের ইজারা দরপত্র চুরির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সাথে কেন তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশও প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন
পরিষদ-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের সাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে উপজেলার হাট বাজার সমূহের ১৪৩০ বঙ্গাব্দে ইজার প্রদানের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম পর্যায়ে দরপত্র উন্মুক্ত করণের সময় জামাদারপুকুর হাটের একটি দরপত্র জালিয়াতির মাধ্যমে চুরি করে বাইরে পাঠিয়ে দেওয়ায় স্থানীয় সরকার বিভাগ(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী বগুড়া জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ
করেছেন। যেহেতু ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক  দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের এই অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার বিভাগ(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারার অপরাধ করায় তাকে ইউনিয়ন পরিষদের স্বীয় পদ থেকে সাময়িক বহিস্কার করেছে।এছাড়া একই তারিখে অপর একটি নোটিশে কেন তাকে চূড়ান্ত ভাবে বহিস্কার করা হবে না তার জবাব চেয়ে পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া
হয়েছে। গত বৃহষ্পতিবার এই আদেশের অনুলিপি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেন ইউএনও সাইদা বেগম।

উল্লেখ্য, গত ২মার্চ উপজেলা অডিটোরিয়ামে হাট বাজার সমূহের ১৪৩০ বঙ্গাব্দের ইজারা প্রদানের জন্য প্রথম পর্যায়ের দরপত্র খোলার সময় মাঝিড়া ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুজ্জামান জামাদারপুকুর হাট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাহিনকে পাইয়ে  দেওয়ার জন্য মেসার্স শেখ এন্টারপ্রাইজের দরপত্র চুরি করে বাহিরে পাঠিয়ে দেয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কম্পিউটার অপারেটর মোজাহিদুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানকে আসামি থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত