বগুড়ার শিবগঞ্জে ক্ষুদ্র-নৃ-গোষ্টির মাঝে ভেড়া ও হাঁস বিতরণ
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১৯:৩৩ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ২১:২১
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্টির আর্থ-সামাজিক ও জীবন মানন্নোয়নের লক্ষ্যে ভেড়া ও হাঁস বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে ৩২ জনকে ২ টি করে ভেড়া এবং ৪০ জনকে ২০ টি করে হাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিমুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর,ভেটেরিনারি সার্জন ডা. মুনতাসির মামুন, ববি রানী সাহা। পরে উন্নত জাতের ঘাস চাষ পদর্শনী প্লট স্থাপনের জন্য ১৪ জন খামারীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত