ফেরির মাস্টার আটকের পর এবার সুকানী আটক

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১৭:৪০ |  আপডেট  : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩

পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় রোরো ফেরি শাহ জালালের মাস্টার আব্দুর রহমানের পর এবার সুকানী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

শিবচর থানা সূত্রে জানা গেছে, পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কার ঘটনায় শুক্রবার রাতেই জিডি করেছেন সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের। জিডিতে তিনি উল্লেখ করেন- বাংলাবাজার থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো-রো ফেরি শাহ জালালের ধাক্কায় পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের পাইল ক্যাপের উপরিভাগ ও সাইড ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাণহানি ঘটতে পারত।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। লিখিত ও মৌখিকভাবে সচেতনতার সঙ্গে ফেরি চলাচলের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বারবার এমন ঘটনা ঘটলে পদ্মাসেতুর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ কারণে ফেরির ফিটনেস ছিল কিনা, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা অবহেলা ছিল কিনা এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই জিডি করা হয়েছে বলে জানান সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত