ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে সিরাজদিখান মানববন্ধন

প্রকাশ: ২১ মে ২০২১, ২০:১২ | আপডেট : ১ মে ২০২৫, ০৭:৪৭

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে সিরাজদিখান বাসাইল পাথরঘাটায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫টায় (২১ মে) পাথরঘাটা মসজিদ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মুন্সীগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ কামাল উদ্দিন বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ কামাল উদ্দিন বেপারী,মাহবুব রহমান,মোঃ আব্দুল্লাহ,মোঃ আলাউদ্দিন ভ’ইয়া,নাছির উদ্দিন ভ’ইয়া,নিলু বেপারী,মোঃ বিপ্লব শিকদার,মুফতী আবুল হাসান, সাংবাদিক আব্দুল রশিদ রতন,মোঃ তুলু শিকদার,আলতাব মাহবুবু টিটু,এসএম নাজমূল হাসান শামীম প্রমুখ।
বক্তারা বলেন, দখলদার ইসরাইল প্রতিনিয়ত হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে। বাদ যাচ্ছেন না নারী, শিশু এমনকি বৃদ্ধরাও । ইসরাইল একটি বর্বর জাতি, তাদের নারকীয় হত্যাযজ্ঞ বিশ্বমানবতাকে প্রশ্নবিদ্ধ করেছে, আমরা মুসলিম জাতি হিসাবে ফিলিস্তিনিদের পাশে আছি। শেষে মহান আল্লাহর দরবারে ইহুদীদের দৃষ্টান্ত শাস্তি এবং ফিলিস্তিনিদের সুরক্ষা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত