ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাকিলা বাজার উপশাখা উদ্বোধন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১৩:১৯ | আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৪:৩৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র বাকিলা বাজার উপশাখা, চাঁদবা ১৩ নভেম্বর ২০২৪, বুধবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোঃ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক প্রধান শামসুল করিম মজুমদার, হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক শাহ এমরান ফরাজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই উপশাখায় আমানত, বিনিয়োগ, রেমিট্যান্স সেবাসহ সকল ধরনের ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য তিনি গ্রাহকদের প্রতি আহ্বান জানান।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত