ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১৫:১৮ | আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮
ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার এর নির্দেশক্রমে অত্র কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমানের এর নেতৃত্তে ফরিদপুর জেলার ব্যবসায়িক কেন্দ্র বিন্দু কানাইপুর বাজার এলাকায় ২৮ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত ভয়াবহ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের জন্য সংক্রামণ ব্যাধি আইন তথা সকল শ্রেণী পেশার জন সাধারণের স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যাবহারে নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চলমান এই ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আইন লক্সঘনকারী বেশ কিছু সংখ্যক অপরাধীকে প্রচলিত আইন মোতাবেক অর্থ দন্ডে দন্ডিত করা হয়।
এই মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে দায়িত্ত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ বজলুর রশীদ খান। একই সময়ে জেলা পুলিশ প্রশাসনের একটি টিম আইন শৃংখলা নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত