ফরিদপুরে ইউএনওর উপর হামলার প্রতিবাদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

  মাহমুদুর রহমান(তুরান)

প্রকাশ: ৮ মে ২০২৩, ১০:৪৭ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৬

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার প্রতিবাদে উপজেলা অফিসার্স ক্লাব,আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ,পাঁচই সরকারী প্রাথমিক বিদ্যালয়,পাঁচই উচ্চ বিদ্যালয়,রায়েকদাহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজ পৃথক পৃথক আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।

৭ মে রোববার দুপুর ১টায় উপজেলার ঢাকা-খূলনা মহাসড়কের দীঘলিয়া এলাকায় আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোঃ ইসহাক হোসেন মোল্যা ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া এতে বক্তব্য রাখেন। কামালদিয়া-মধুখালী সড়কের দুপুর পৌনে ২টায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের রায়েকদাহ বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন রাকেদাহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোছাঃ ফাতেমা আক্তার, ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মোঃ আবুল কাশেম দুলাল,পাঁচই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সৈয়দ আলী লস্কার এবং পাঁচই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব । দুপুর আড়াই টায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান,উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন ও সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহাসহ প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্যগণ দোষিদের শাস্তি দাবী করে বক্তব্য দেন। 

উল্লেখ্য ৪মে বৃহস্পতিবার উপজেলা ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর উপর হামলা ও গাড়ী ভাংচুর করে। হামলা মারধর ও গাড়ী ভাংচুরে পৃথক দুটি মামলা হয়েছে । ইউএনও অফিসের গাড়ী চালক মোঃ সুমন শেখ বাদী হয়ে একটি মামলা করেন, মামলা নং ৫,তারিখ ৪ মে ২০২৩খ্রিঃ এবং পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরে মধুখালী থানার এসএস আই প্রবির বাদী হয়ে মামলা করেন, মামলা নং ৭, তারিখ ৫ মে ২০২৩খ্রিঃ। ২টি মামলায় ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ২৫০ কে আসামী করা হয়েছে। ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারমান শাহ মোহাম্মাদ আসাদুজ্জামান তপন,নিশ্চিন্তপুর গ্রামের মোঃ মাহাফুজ মোল্যা ছেলে মোঃ প্রিন্স মোল্যা,শুকুর আলী মৃধার ছেলে ইব্রাহিম মোল্য ও কবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিশ্চিন্তপুর চরপাড়া গ্রেফতার আতংকে পুরুষ শুন্য ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত