ফকির আলমগীরের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ০৯:৩০ |  আপডেট  : ২ এপ্রিল ২০২৫, ১৮:১৫

বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
শুক্রবার (২৩ জুলাই) রাতে এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার উদ্দীপনামূলক গান জনগণের হৃদয়ে গভীর রেখাপাত এবং শ্রমিক, কৃষকসহ মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রামসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে।
 

শোক বার্তায় বিএনপি মহাসচিব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতিও গভীর সমবেদনা জানান।

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে ফকির আলমগীর মারা যান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত