ফকিরহাটে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু, আটক এক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১৯:৪৯ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০২:১৯

বাগেরহাটের ফকিরহাটে শ্বশুর বাড়িতে অবস্থানকালে দুবৃর্ত্তের গুলিতে আহত জাহিদ মীর (৩৫) অবশেষে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা গেছেন।

ফকিরহাট মডেল থানার ওসি মুহা. আলীমুজ্জামান সোমবার (১৬ অক্টোবর) দুপুরে জাহিদ মীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার জুমা নামাজবাদ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের সরোয়ার হোসেনের বাড়ির সামনের রাস্তার উপরে জাহিদ মীরকে পিস্তুল দিয়ে এলোপাতাড়ি গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ জাহিদকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়।

নিহত জাহিদ মীর খুলনা মহানগরের বয়রা এলাকার আবুল হোসেন মীরের ছেলে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা গ্রামের শহীদ মোল্লার মেয়েকে বিয়ে করে সে শ্বশুর বাড়িতে বসবাস করার পাশাপাশি মাছের ঘের ব্যবসা করতো। জাহিদ মীরকে গুলি করার ঘটনায় শনিবার তার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করেন একটি মামলা করেন।

ওসি মুহা. আলীমুজ্জমান বলেন, জাহিদ মীরকে গুলি করার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার কারণ উৎঘাটনের চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত