‘প্রাণের চিহ্ন নেই’ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারে
প্রকাশ: ২০ মে ২০২৪, ১১:০৯ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। তবে এতে ‘প্রাণের চিহ্ন নেই’।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে সোমবার এ কথা বলা হয়েছে।
রোববার হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এর প্রায় ১৫ ঘন্টা পর টিভির খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেলেও এর যাত্রীদের মধ্যে কারো জীবিত থাকার চিহ্ন পাওয়া যায়নি।
এর আগে ইরানের রেডক্রিসেন্ট প্রধান পীরহোসেন কোলিভান্দ জানিয়েছিলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। পরিস্থিতি ভালো নয়।
পীরহোসেন বলেন, ‘রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। আমরা হেলিকপ্টারের দিকে এগোচ্ছি। পরিস্থিতি ভালো নয়।’
উল্লেখ্য, ইব্রাহিম রাইসি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে রোববার সেখানে যান। এ সময়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।
কিন্তু পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
বিধ্বস্তের পরপরই ৭৩টি উদ্ধারকারী দল তাদের কাজ শুরু করে। কিন্তু ঘনকুয়াশা ও বৃষ্টি উদ্ধারকাজে মারাত্মক বাধ্ াহয়ে দাঁড়ায়।
এদিকে দেশট্রি স্বরাষ্ট্র মন্ত্রী আহমাদ ভাহিদি জনগণের প্রতি বিদেশী কোন চ্যানেলের প্রতি কান না দিয়ে কেবলমাত্র রাষ্ট্রীয় টেলিভিশনের খবর থেকে তথ্য জানার আহ্বান জানান।
ইব্রাহিম রাইসি ২০২১ সাল থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মধ্যপন্থী হাসান রুহানির স্থলাভিষিক্ত হন।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানীদ্রে প্রতি উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “এতে দেশের কাজের কোন ব্যাঘাত ঘটবে না”।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত