প্রাইম ব্যাংকের ‘বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত

  প্রেস রিলিজ

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১৪ |  আপডেট  : ৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২১

০৩ ডিসেম্বর ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি-এর আয়োজনে “বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী কনফারেন্স হলে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (DOS)-এর পরিচালক এ.এন.এম. মইনুল কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই বিভাগের অতিরিক্ত পরিচালক সুরভি ঘোষ বিশেষ অতিথি এবং যুগ্ম পরিচালক নাজমিন নাহার রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

স্বাগত বক্তব্যে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ প্রোঅ্যাকটিভ রিস্ক কালচার গড়ে তুলতে এবং নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশার সাথে  সামঞ্জস্য রেখে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্যাংকের শাখা ব্যবস্থাপকবৃন্দ, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্যগণ এবং রিস্ক ম্যানেজমেন্ট ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাইম ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার ফয়সাল রহমান; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইকবাল হোসেন।

সেশনে অভিজ্ঞ কেন্দ্রীয় ব্যাংকাররা রিস্ক ম্যানেজমেন্ট নীতি, রিস্ক-বেসড সুপারভিশন (আরবিএস), এক্সপেক্টেড ক্রেডিট লস (ইসিএল) এবং ব্যাংকিং খাতের চলমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা প্রাইম ব্যাংকের শক্তিশালী রিস্ক ম্যানেজমেন্ট কাঠামো এবং দৃঢ় রিস্ক কালচার বজায় রাখার ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন।

প্রাইম ব্যাংকের হেড অব রিস্ক ম্যানেজমেন্ট কাজী নাঈম মোরশেদ ব্যাংকের অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট চর্চা, ঝুঁকি শনাক্তকরণে বিদ্যমান চ্যালেঞ্জ এবং উদীয়মান ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি জোরদারের চলমান উদ্যোগ সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।

অনুষ্ঠানে শীর্ষ প্রোঅ্যাকটিভ রিস্ক আইডেন্টিফায়ারদের সম্মাননা প্রদান করা হয়। তারা ব্যাংকের রিস্ক কালচারকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সমাপনী বক্তব্যে প্রাইম ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জিয়াউর রহমান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ কনফারেন্সে অংশগ্রহণকারী প্রাইম ব্যাংকের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি ঝুঁকি প্রোঅ্যাকটিভভাবে ব্যবস্থাপনার ক্ষেত্রে দলগত কাজ ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং সম্ভাব্য ঝুঁকি উদ্ভবের আগেই তা মোকাবিলার ওপর গুরুত্ব আরোপ করেন।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত