প্রধানমন্ত্রীর ছেলেকে লাখ রুপি জরিমানা করেছেন লাহোর হাইকোর্ট

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২২, ১০:০৯ |  আপডেট  : ২৮ ডিসেম্বর ২০২৪, ২৩:২৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজকে এক লাখ রুপি জরিমানা করেছেন লাহোর হাইকোর্ট। হামজা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

 
পাকিস্তানের ডন পত্রিকার অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার যখন দেশে পিটিআইয়ের লংমার্চকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে, তখন এ জরিমানার ঘটনা ঘটলো। পিএমএলএনের নেতা হামজা সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তিনি শপথ নিয়ে দায়িত্বও পালন করছেন।  

তবে তার ওই নির্বাচনকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জবাব চেয়ে হামজা শাহবাজ, পাঞ্জাবের মুখ্য সচিব, প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার সরদার দোস্ত মোহাম্মদ মাজারি, পাঞ্জাব সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রাদেশিক পরিষদের সেক্রেটারিকে নোটিশ দিয়েছিল আদালত।

কিন্তু সেই নোটিশের কোনো জবাব না দেওয়ায় হামজা শেহবাজ ও পাঞ্জাব সরকার- প্রত্যেককে এক লাখ রুপি করে জরিমানা করেন আদালত। মামলার শুনানি আগামী ৩০ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত