পুলিশের সহযোগীতায় পথহারা শিশু জমজ ভাই ফিরে গেল বড় ভাইয়ের কাছে

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৭ নভেম্বর ২০২২, ১৯:১৯ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে পুলিশ পথহারা আট বছর বয়সী যমজ শিশু আব্দুল্লাহ মাহিন ও আব্দুল্লাহ নোহাকে ফিরিয়ে দিয়েছেন তাদের বড় ভাইয়ের কাছে। ওই দুই শিশু কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ভাতরা গ্রামের মৃত মাসুম আলীর ছেলে। সোমবার সকাল সাড়ে ১০টায় বড় ভাই ইবনে ইসায়েত সাফির কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়। জানা গেছে, মাহিন ও নোহার পাঁচ মাস বয়স কালে বাবা মাসুম আলী মারা যায়। পরে তাদের মা মরিয়ম আক্তার মিনি ফের বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর থেকে শিশু দুটি ঢাকার মুগদা থানার পূর্ব মানিকনগর ওয়াসা রোড এলাকায় তাদের ফুপু মনি বেগমের বাসায় থাকত। তারা মানিকনগর জামিয়া ইসলামিয়া জহির উদ্দীন আহম্মেদ মাদরাসায় লেখাপড়া করে। 

গত (৫নভেম্বর) শনিবার মাদরাসা থেকে বেরিয়ে পথ হারিয়ে তারা কমলাপুর রেলওয়ে স্টেশন আসে। এক পর্যায়ে তারা উত্তরা লগামী ট্রেনে ওঠে পড়ে। রবিবার ভোরে ওই দুই শিশু জয়পুরহাট রেলওয়ে স্টেশনে নেমে প্লাটফর্মে ঘোরাফেরা করছিল। এসময় সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল মাজেদ ও রেজাউল ইসলাম তাদের ভয়ার্ত চোখে চলাচল করা দেখতে পায়। তাদের কাছে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গন্তব্য জানাতে না পারায় দুই শিশুকে সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে আসে। এরপর তাদের কাছে থাকা মাদরাসার পরিচয় পত্র থেকে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাদের বড় ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়। 

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের চোখে পড়ায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। না হলে ভারত সীমান্ত ঘেষাঁ জয়পুরহাটের পাচারকারি দালাল চক্র কর্তৃক যে কোন সীমান্ত দিয়ে পাচার করে দেওয়ার সম্ভাবনা ছিল।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত