পুলিশের তৎপরতায় ভারসাম্যহীন মিতুকে ফিরে পেল তার পরিবার
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২২, ১৯:২৮ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৪৫
বগুড়ার আদমদীঘিতে পুলিশের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন মিতু নামের এক কলেজ ছাত্রীকে ফিরে পেল তার পরিবার। পুলিশ শনিবার রাতে ওই ভারসাম্যীহন কলেজ ছাত্রীকে পরিবারের নিকট হস্তান্তর করেন।
জানা যায়, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের ২য় বর্ষের কলেজ ছাত্রী তালসন গ্রামের এমদাদুল হক ওরফে গুলার মানসিক ভারসাম্যহীন মেয়ে মিতু শনিবার বিকালে বাড়ি থেকে নিখোজ হয়। ওই দিন সন্ধ্যার পর উপজেলার সান্তাহার-নওগাঁ বাইপাস রোডে মানসিক ভারসাম্যহীন মিতুকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা সান্তাহার টাউন পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে মিতুকে উদ্ধার করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসলে তার সাথে কথা বলে জানা যায় মেয়েটি মানসিক ভারসাম্যহীন।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, মেয়েটিকে প্রাথমিকভাবে জিজ্ঞেসা করে তার পরিবারের ঠিকানা পাওয়া যায়। পরে আদমদীঘি থানার সহযোগিতায় তার পরিবারের সাথে যোগাযোগ করে তাকে শনিবার রাতেই তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত