পাহাড় চূড়ায় বন্যা
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৯:২৪ | আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৫:৩৪
গান-বাদ্যের ঝঙ্কার, নৃত্য নতুন নৃত্যে-
বিঝু,বৈসু আর সাংগ্রাইয়ের বৃত্তে-
সেঁজেছে নানান রঙে গ্রাম পাড়া শহর
বেড়েছে বেজায় বৈসাবি আনন্দ বন্যার বহর।
লাল নীল সবুজ বেগুনী রঙে-
পর্বত পাদ-দেশে কত যে ঢঙ্গে-
মেতেছে চাকমা মারমা উপজাতী মেয়ে,
সমতলী বাঙালীরও ঢল নেমে গেছে।
ফুল বিজু, মুল বিজু, নাট্যোৎসব
আরো আছে মারমাদের জলকেলি উৎসব,
গোজ্জ্যাপোজ্জ্যা নাম, বাংলা নববর্ষে
রয়েছে সেটাও আনন্দ বন্যার শীর্ষে।
পাহাড়ী সব খেলাধুলা চিত্রাঙ্কন পিঠা আপ্যায়ন
তরুন-তরণীর গড়াই নৃত্য বৃদ্ধের বস্ত্রদান,
সবমিলে মজে আছে পার্বত্য পল্লী-গাঁ
পাহাড় চূড়ায় ভেসেছে আজি প্লাবিত বন্যা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত