পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ জুন ২০২১, ১১:০৮ |  আপডেট  : ১৪ মে ২০২৪, ০৩:৪৬

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রথমে মিল্লাত এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পরে। তখন স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি এসে এটিকে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। জানান ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ।

তিনি আরো জানান, নিহত এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করছেন স্থানীয় গ্রামবাসী, উদ্ধারকর্মী এবং পুলিশ।

ট্রেনের লাইনচ্যুত হওয়া এবং দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে এখনো জানা সম্ভব হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত