পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের সংঘর্ষে নিহত ৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১২:৫৪ |  আপডেট  : ১০ মে ২০২৪, ১৪:২০

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। জানা গেছে, ভোটকে কেন্দ্র করে রাজ্যটির কুচবিহার জেলার শীতলকুচিতে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত চারজন। শনিবার (১০ এপ্রিল) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

খবরে প্রকাশ, সংঘর্ষের সময় গোলাগুলিতে এই চারজন নিহত হয়েছেন। নির্বাচন কমিশন এই ঘটনায় একটি প্রতিবেদন চেয়েছে। নির্বাচনের চতুর্থ দফায় রাজ্যের ৪৪ টি আসনে ভোটগ্রহণ চলছে।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম এভিপি আনন্দ জানিয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা সিএপিএফ বাহিনী গুলি চালিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কেন তাদের গুলি চালাতে হল তা খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েকদিন ধরেই একের পর এক রাজনৈতিক হিংসার ঘটনায় শিরোনামে ছিল কুচবিহারের শীতলকুচি। বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা হয়। থমথমে পরিস্থিতি ভোটের দিনে অন্য হিংসার চেহারা নিল গুলি চলার ঘটনায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত