পররাষ্ট্রমন্ত্রী মোমেন-জয়শঙ্করের দিল্লির বৈঠক স্থগিত

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ মে ২০২২, ১১:৩৫ |  আপডেট  : ২৫ মার্চ ২০২৪, ১৪:৩২

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার (২৮ মে) গুয়াহাটিতে সাংবাদিকদের জানিয়েছেন বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে।

ড. মোমেন জানান, আমি এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি তাই আমরা মনে করি যে, আমরা সোমবারের ( ৩০ মে) বৈঠক পিছিয়ে দিতে পারি।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (২৭ মে) ভারত সফরে যান। পররাষ্ট্র মন্ত্রী আসামে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিয়েছেন। আসাম থেকে দিল্লিতে যাওয়ার কথা ছিল মন্ত্রীর । দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী যৌথ পরামর্শক কমিটির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত ছিল। তবে দিল্লির সেই বৈঠক থেকে আপাতত স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত