পঞ্চগড়ে হুইল চেয়ার পেয়ে নতুন স্বপ্নে বিমোহিত ১৭ জন প্রতিবন্ধি

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:৩৫ |  আপডেট  : ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮

পঞ্চগড়ে চোখে আনন্দ অশ্রু নিয়ে বাড়ি ফিরলেন ১৭ প্রতিবন্ধি। দেশের উত্তর জনপদের শেষ জেলা তেতুঁলিয়া উপজেলা প্রশাসন সরকারের দায়বদ্ধতায় তাদের নিকট হুইল চেয়ার তুলে দিলেন। ফলে  বেঁেচ থাকার এক নতুন স্বপ্নে বিমোহিত হয়েছেন তারা।

জানা যায়, তেতুঁলিয়া উপজেলার বিভিন্ন এলাকার নারী-পূরুষ ও শিশু এবং বয় বৃদ্ধাদের মাঝে মঙ্গলবার ওই ১৭ জনের প্রত্যেককে ১টি করে হুইল চেয়ার প্রদান করা হয়। তাদের মধ্যে অনেকে জন্ম থেকেই  চলাফেরায় অক্ষম।  কেউ বা সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে এখন চলার সক্ষমতা হারিয়েছেন। কেউবা হাটুর নীচ থেকে তার পা হারিয়েছেন আবার কেউবা পক্ষাঘাতে জর্জড়িত হয়ে জীবন যাপন করছেন। এখন তারা এই হুইল চেয়ারে বসে মন ভরে চলবেন ঘরে বাহিরে। সে স্বপ্ন আজ সত্যি হয়েছে। আগে দারিদ্রতার কষাঘাতে তা ছিল কষ্ট সাধ্য। তেতূঁলিয়া উপজেলা প্রশাসন তাদের স্বাভাবিক জীবন ভাবনায় সরকারী অর্থে এই দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় উপজেলা পরিষদের মাধ্যমে উপজেলা উন œয়ন সহায়তার একটি সাধারন বরাদ্দ হতে গৃহীত প্রকল্পের অনূকুলে সেই বরাদ্দে মানবিক উপহার পেয়ে এই মানুষগুলো আজ উচ্ছসিত ও আনন্দিত।দরিদ্র পরিবারের পক্ষাঘাতগ্রস্থ আব্দুর রহমান বলেন, জীবনে প্রথমবার নিজের একটি হুইলচেয়ার পেলাম। আগে কারো সাহায্য ছাড়া কোথাও যেতে পারতাম না। এখন নিজের মতো চলতে পারব। শাহাজাহান আলী নামে আরেক জন বলেন, অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম, কিন্তু সামর্থ্য ছিল না। উপজেলা পরিষদের এই সহায়তা আমার জীবনে নতুন আলো এনেছে।"

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক আফরোজ শাহীন খসরু বলেন, এই সহায়তা শুধু একটি হুইলচেয়ার নয়, এটি চলার শক্তি, এটি মর্যাদার প্রতীক। আমাদের চেষ্টা থাকবে যাতে আরও বেশি সংখ্যক অসহায় প্রতিবন্ধীর পাশে দাঁড়ানো যায়। সেই মানবিক বিবেচনায় শুধু একটি সামগ্রী বিতরণ নয়,এটি  শুধু সমাজের নয় জনগোষ্ঠির প্রান্তিক  মানুষের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের বড় উদাহারণ হয়ে থাকবে।#
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত