বিরাজ করছে ভয় আর আতঙ্ক

পঞ্চগড়ে সাবেক এমপি ও মহিলা এমপি সহ অনেক নেতাকর্মীর বাড়িতে আগুন                              

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৬ আগস্ট ২০২৪, ২০:২৬ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯

পঞ্চগড়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও ভয়ভীতি এখনো কাটেনি। শহরে তেমন একটা বাড়ছেনা জনচলাচল। অসহযোগ আন্দোলনের দিন রাজনৈতিক পটপরিবর্তন হওয়াপর পর আওয়ামীলীগের অনেকনেতাকর্মীর বাড়িতে হামলা, ভাংচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা পঞ্চগড় শহরের বাড়ি ও গ্রামের বাড়ি আটোয়ারী উপজেলার সাতখামারের বাড়িতে আগুন দেওয়া হয়।আগুন দেওয়া হয় সদর উপজেলার আহামদ নগর আহমদিয়া মুসলিম জামাত (কাদিয়ানীর) মূল অফিস ভবনে। বিক্ষুব্ধ জনতা এই আগুন দেয়।

তার আগে বৈষম্যহীন কোটা আন্দোলন চলাকালিন পঞ্চগড় সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি ও তার  ছেলে জেলা আওয়ামীলীগের সাধারন মো. আনোয়ার সাদত সম্রাটের পঞ্চগড় শহরের বাড়িতে আগুন দেওয়া হয়। পুড়ে যায় বাসায় রক্ষিত কয়েকটি মোটর সাইকেল। পুড়িয়ে দেওয়া হয় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আমিরুল ইসলামের শহরের জালাসির বাড়িতে। এসময় তার প্রাইভেটটি পুড়ে যায়।

ভাংচুর করা হয় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম পল্লবের বাড়িতে। আগুন দেওয়া হয় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের শহরের বাড়িতে। ভাংচুর করা হয় জেলা ছাত্রলীগের সভাপতির বাসায়।এছাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজি আল তারিকের বাড়িতে। এছাড়াও পৌর কাউন্সিলর ও সদর উপজেলা যুবলীগের সভাপতি হাসনাত হামিদুর রহমানের বাড়িতে। 

এদিকে জেলার বোদা প্রেসক্লাবেও আগুন দেওয়া হয়। ভাংচুর করা হয় বোদা পৌর সভার মেয়র আজাহার আলীর ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম সাবুল এর বাড়িতেও। দেশটিভির পঞ্চগড় প্রতিনিধি ও বোদা প্রেসক্লাবের রাশেদুজ্জামান বাবুর বাড়িতে ও তার ব্যবসা-প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। এছাড়া দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মণি ভূষণ সহ জেলার অনেক নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়।অনতিবিলম্বে এ রকম সহিংসতা, হামলা ভাংচুর বন্ধে সচেতন মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত