পঞ্চগড়ে প্রভাব বিস্তারে করে সরকারী স্থাপনা দখলের অভিযোগ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৬
পঞ্চগড়ের বোদা উপজেলার মৌলভীপাড়া এলাকায় সরকারিভাবে নির্মিত স্থাপনা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বেংহারী বনগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনিসুর রহমানের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, সরকারিভাবে প্রথমে যাত্রী ছাউনি হিসেবে ঘরটি নির্মাণ করা হয়েছিল। কয়েক বছর পরে আবার ঘরটির সবদিকে দেওয়াল দিয়ে কাঁচারিঘরের জন্য বরাদ্দ নেয় ইউপি সদস্য। এখন ঘরের পিছনে সংযোগ দিয়ে আরো ঘর নির্মাণ করছে। তারা বলেন, জামায়াত সমর্থিত মেম্বারের প্রভাবে সরকারি ঘর দখলে নিয়েছেন তিনি। ইউপি সদস্যের তৃতীয় স্ত্রীকে সেখানে বাড়ি করে দেওয়ার কথাও জানান তারা।সরজমিনে দেখা গেছে, মৌলভীপাড়ায় সড়কের পাশে সরকারি স্থাপনাটি। ঘরটির পিছনে সংযোগ দিয়ে আলাদা রুম ও প্রাচীর নির্মাণের কাজ চলছে। ঘরটিতে প্রকল্প নামের নেমপ্লেটটি সুকৌশলে তুলে পলেস্তারা করে দেওয়া হয়েছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত