পঞ্চগড়ে দুর্নীতির অভিযোগে বিএম কলেজের অপসারনের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ৬ মে ২০২৫, ১৯:৩৭ | আপডেট : ৬ মে ২০২৫, ২৩:৪১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরস্থ ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ানের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগে সোমবার ( ৫মে) মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধনে অধ্যক্ষের অপসারন দাবী করেন বক্তারা।
তারা অভিযোগ করে বলেন, ২০০৪ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়।ওই সময় কয়েকটি নিয়োগ হলেও, কলেজ কর্তৃপক্ষ ২০০৬ সালে গোপনে ফ্যাস্টিস্ট দোসরদের সহায়তায় নিয়োগ বিজ্ঞোপ্তি প্রকাশ করে। এরপর ২০১৯ সালে এমপিও ভুক্ত হয় বিএম কলেজটি। বিষয়টি স্থানীয়রা যেনো জানতে না পারে সেই প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে প্রভাষক, কম্পিউটার অপারেটর সহ ৫টি পদে নিয়োগ দেয়া হয়। সম্প্রতি এমন অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের বিষয়টি সামনে আসলে সোমবার দুপুরে এর প্রতিবাদে কলেজ অধ্যক্ষর রুম ঘেরাও করে মানববন্ধন করে স্থানীয়রা।স্থানীয়রা জানায় একই সাথে কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান দীর্ঘ দিন ধরে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন বলেও জানান তারা। অধ্যক্ষ নিয়মিত কলেজে না আসলেও বেতনভাতা উত্তোলনও করে চলেছেন। এছাড়া মেধার পরিবর্তে মোটা অংকের টাকার বিনিময়ে গোপনে নিয়োগ দিয়েছেন অধ্যক্ষ। এদিকে কলেজটি প্রতিষ্ঠার সময় স্থানীয়রা কলেজটিতে জমি দিলেও, গত ২১ বছরে এখনো জমির মূল্য পান নি। ফলে কলেজের অধ্যক্ষের অপসারণ ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী জানিয়েছেন তারা।উক্ত মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হাসান লাবু, শিক্ষক আব্দুর রশিদ, তাসকিন পিন্টু, সামিউল করিম, আলহাজ্ব পবার উদ্দিন, মোস্তফা জামান পাপ্পু প্রমূখ উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়টি জানতে চাইলে অধ্যক্ষ আবু সুফিয়ান বলেন, যে নিয়োগের অভিযোগ উঠেছে তা নিয়ম মেনেই প্রদান করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি বলে জানান তিনি।এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, স্থানীয়রা আমার যোগদানের আগেই ভূতপূর্ব ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ করে। এর পর আমি যোগদান করলে তারা আরো একটি অভিযোগ করে। পূর্বের অভিযোগ ও তদন্ত প্রতিবেদন সহ দুটি অভিযোগের তদন্ত রিপোর্ট কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত