পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ১৯:৪৬ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭
পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজিত এই টুর্নামেন্ট বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামাতের আমির ইকবাল হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে টুর্নামেন্টে অংশ নেয়া দুইটি দলের খেলোয়ারদের সাথে কর্মদন করেন অতিথিরা। পরে তাদের সাথে ফটোসেশন অংশ নেন তারা। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী খেলায় দেবীগঞ্জ পৌরসভা দলকে ৫-২ গোলে পরাজিত করে সদর উপজেলা দল।টুর্নামেন্টে পাঁচটি উপজেলা দল ও তিনটি পৌরসভা দল সহ আটটি দল অংশ চারটি গ্রুপে অংশ নিচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত