পঞ্চগড়ে ছয় জুয়ারু আটক  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১৯:২১ |  আপডেট  : ৪ মে ২০২৪, ০০:০১

পঞ্চগড়ের  বোদা থানা  পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলাট  চন্দনবাড়ী এলাকা হতে ছয় জন জুয়াড়ি গ্রেফতার এবং জুয়া খেলার আলামত সহ নগদ টাকা উদ্ধার করেছে।

বোদা থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ(ওসি)  মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই (নিরস্ত্র) মোঃ আমজাদ আলী মন্ডল, এসআই(নিরস্ত্র) মোঃ বদিউজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২২ এপ্রিল  দুপুর এক টার দিকে বোদা উপজেলার  চন্দনবাড়ি ইউপির বানিয়াপাড়া গ্রামস্থ জনৈক খোকা সেন এর মালিকানাধীন সোলার প্যানেল চালিত সেচ পাম্পের ঘর হতে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলার সময় হাতেনাতে আসামি ১। মো: রুবেল ইসলাম (৩২), পিতা- মৃত বাশিরুল ইসলাম, সাং- খেড়বাড়ী, ২। মো: আমিনুল ইসলাম (৩২), পিতা- মো: দুলাল হোসেন, ৩। মো: সোহেল রানা (৩৫), পিতা- মো: আতাউর রহমান, উভয়সাং-বানিয়াপাড়া, ৪। মো: জামাল উদ্দিন(২৭), পিতা মো: কফিল উদ্দিন, ৫। মো: আঙ্গুর ইসলাম (৩৮), পিতা-মো: দুদু মিয়া, উভয় সাং- তেলিপাড়া, সর্বথানা-বোদা, জেলা- পঞ্চগড়দের গ্রেফতার করা হয়। উক্ত সময় জুয়ার আসর হতে এক সেট তাস, নগদ আটশত ৫০ টাকা জব্দ করা হয়। আসামিদের  এর বিরুদ্ধে বোদা থানার মামলা নং ২৯, তারিখ ২৩/০৪/২০২৪, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় রুজু করা হয়েছে। আসামিদের যথা সময়ে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 বিষয়টি  নিশ্চিত করে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি)    মোজাম্মেল হক পিপিএম বলেন, সব ধরনের অপরাধে দমনে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত