পঞ্চগড়ে আরো নারী-পূরুষ ও শিশু সহ ২৩ জনকে ঠেলে দিলো বিএসএফ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:১৪ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:১০
পঞ্চগড়ে আরো নারী-পূরুষ ও শিশু সহ ২৩ জনকে বাংলাদেশ ভূখন্ডে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।ঘটনাটি ঘটেছে , পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা বরবাড়ী নামক সীমান্তে। মঙ্গলবার (১২আগস্ট) দিবাগত গভীর রাতে সীমানার মেইন পিলার ৭৫৭-এর ২ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশ ভূখন্ডে ঠেলে পাঠায় ভারতের বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।
এসব ভারতে থেকে পাঠানোদের মাঝে রয়েছে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও ১ শিশু রয়েছে।তারা সবাই বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা বলে বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়।
সূত্র মতে, তারা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন শহরে বাসাবাড়ি ও শ্রমিকের কাজ করছিলেন ।সীমান্তের নানা সূত্রে জানা যায়,বুধবার ভোরের দিকে হাড়িভাসা বাজারে ১৮ জন অপরিচিত মানুষ ঘোরাফেরা করছিল। এসময় বাজারের নিরাপত্তা প্রহরীদের সন্দেহ হলে ও গ্রাম পুলিশ সদস্যদের সহায়তায় তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
এছাড়া একই ইউনিয়নের জোতবাহাদি পাড়া এলাকা থেকে আরো ৫ জনকে আটক করা হয়।হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ -নুর- ই আলম বলেন,আজ ভোরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল কয়েকজন। বাজারের নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও বিজিবিকে খবর দিলে দেই ‘এরপর বিজিবি এসে তাদের স্থানীয় ঘাগড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্পে নিয়ে যায়।
এরপর সদর থানায় সাধারন ডায়রী (জিডি) করে তাদের হস্তান্তর করা হয়।পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ -হিল জামান বলেন, আটক ২৩ জনের সকলের পরিচয় যাচাই-বাচাই চলছে। তবে তাদের বাংলাদেশী (নাগরিক) পরিচয় নিশ্চিত হলে প্রয়াজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে গত তিন মাসে পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী- পূরুষ ও শিশুসহ ১৬৬ জনকে ১১ দফায় বাংলাদেশ ভূখন্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি জনমনে উদ্বেগের বিষয় হয়ে দাঁিড়য়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত