পঞ্চগড়ে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সহ গ্রেফতার ৭

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬ | আপডেট : ৪ এপ্রিল ২০২৫, ১৫:১৩

সারাদেশের ন্যায় পঞ্চগড়ে অপরাশেন হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় আওয়ামীলীগের আরো ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ ফেব্রয়ারী থেকে পঞ্চগড়ে অপারেশন হান্ট অভিযান পরিচালিত হয়ে আসছে। শনিবার (১৫ ফেব্রয়ারী) পর্যন্ত মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতারকৃতরা হলেন; তেতুঁলিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আলমগীর কবীর, দেবীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুন্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম (মনু) , দেবীগঞ্জ দেবীডুবা ইউপি কৃষকলীগের সহসভাপতি আবু হানিফ, আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম ওরফে দেবারু, তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের নতুন বস্তির বাসিন্দা ও আওয়ামীলীগ সমর্থক মনসুর আলী, দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইয়াকুব আলী এবং পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউপির সাবেক সদস্য ও আওয়ামীলীগ কর্মী রেজাউল করিম রেজাকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায় টানা ৬ দিনের অভিযানে আওয়ামীলীগের মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান আটককৃতদের সবাইকে আদালতের প্রেরণ করলে আদালত তাদের জেল হাজাতে পাঠায়। এটি চলমান অভিযান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত